সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম
Rule 06 :
A. দান করা একটি ঐচ্ছিক বিষয়। আপনি চাইলে প্লাটফর্মের নিজস্ব এতিমখানা তহবিলের মাসিক দাতা সদস্য হয়ে এতিম বাচ্চাদের সহায়তায় আমাদের সাথে শরীক হতে পারেন। এছাড়াও প্লাটফর্মের নিজস্ব উন্নয়ন তহবিল রয়েছে। উদ্যোক্তাদের বিক্রয়ের পরিমাণের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অনুদান প্রযোজ্য হয় যার মাধ্যমে প্লাটফর্মের পরিচালনা ব্যয় নির্বাহ, বিভিন্ন সামাজিক কর্মকান্ড, চিকিৎসা সহায়তা প্রদান সহ দরিদ্রদের বিনা সূদে ঋণদান ইত্যাদি কল্যাণমুখী প্রকল্প পরিচালিত হয়।
B. উন্নয়ন তহবিলের নির্দিষ্ট অনুদানের বাইরে কোন প্রকার কমিশন বা উদ্যোক্তাদের আয়ের কোন অংশ প্লাটফর্মে গ্রহণ করা হয় না। একজন উদ্যোক্তা যা বিক্রি করবেন তার ১০০% তিনিই পাবেন। প্লাটফর্ম বা রাইডার তার এই অংশে কোন শরীক নয়। সার্ভিস চার্জ কাস্টমার পরিশোধ করবেন যা রাইডার এর বেতন হিসাবে গৃহীত হবে।
C. ফেসবুকে পোস্ট করা, লাইক, কমেন্ট, ফেসবুক একাউন্ট সাধারণ পরিচালনা, বিকাশ বা নগদে লেনদেন, মোবাইলের স্বাভাবিক ব্যবহার জানা বাধ্যতামূলক। পরিস্কার ও পরিচ্ছন্ন কিচেন নিশ্চিত করতে নিয়মিত অফিস থেকে অভিযানে যাওয়া হয়। সুন্দর ও স্পষ্ট ছবির জন্য একটি উপযুক্ত ক্যামেরা ও APP ব্যবহারের জন্য অন্তত 3GB RAM এর স্মার্টফোন থাকা জরুরি।