সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম

Rule 05 :


A. কেবলমাত্র যশোর শহর ও এর পার্শ্ববর্তী নারী উদ্যোক্তারা যুক্ত হতে পারবেন। নারী উদ্যোক্তার টিমে এক বা একাধিক পুরুষ সদস্য থাকতে পারবেন। তবে প্লাটফর্মের সকল বিষয়ে সরাসরি নারী উদ্যোক্তাকে প্রধান এবং তার নামেই পুরস্কার বা সুবিধাদি নিশ্চিত করা হবে। টিম মেম্বারগণ নারী উদ্যোক্তার প্রতিনিধি হিসাবে গণ্য হবেন।


B. প্লাটফর্ম এ একই পণ্য বা খাবার নিয়ে যার ইচ্ছা সেই বিজনেস করতে পারবেন। আইডিয়া কপি বলে কোন বিষয় প্লাটফর্মে নেই। যেমন, আপনার কেক এর ডিজাইন অন্য উদ্যোক্তা হুবহু বা আংশিক অনুকরণ করে বিক্রয় করতে পারবেন। তবে প্লাটফর্মের বাইরের কেউ করতে পারবে না। অবশ্যই নিজের রান্না বা তৈরি আইটেম এর নিজস্ব ছবি ব্যবহার করে বিজ্ঞাপন বা সেলস পোস্ট দিতে হবে। সরাসরি দেশীয় বা বিদেশি কোন কোম্পানীর প্যাকেটজাত রেডি পণ্য ছাড়া গুগল থেকে বা অন্য কোথাও থেকে সংগ্রহ বা ডাউনলোড ছবি নিজের বলে দাবি করা বা ব্যবহার করা যাবে না।


C. নিজ বাসা থেকে ৪০ ঘর পর্যন্ত কাস্টমার প্রতিবেশি হিসাবে গণ্য হবেন। এর বাইরের সকল কাস্টমারকে ১০০% ই-কমার্স বা হোম ডেলিভারি নিশ্চিত করতে হবে। কোন নারী/উদ্যোক্তা বা তার বর/ভাই/পরিচিতদের দিয়ে বা নিজে রোদে/বৃষ্টিতে/শীতে ঘরের বাইরে কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করতে পারবেন না। দূরে বাড়ি এমন কাস্টমার সরাসরি আপনার বাড়ি এসে অর্ডার পিকআপ করে নিয়ে যাবে এমন ও কোন সুযোগ নেই।

Rule 04 একমত