সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম

Rule 07 :


A. ফেসবুকে আপনার সকল অনলাইন কর্মকান্ড এর নির্ধিারিত আচরণবিধি সহ প্রযোজ্য শর্তাবর্লী প্রশিক্ষণ ক্লাস গুলোতে ও গ্রুপ রুলস সেকশনে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, সার্ভিস পলিসি ও প্রাইভেসি পলিসি সমূহ এ্যাপ Profile অপশনে দেখে পারেন। এগুলো অত্যন্ত কমন ও সাধারণ ভদ্রতামূলক বিষয় হওয়ায় এই রুলস সেকশনে বিস্তারিত উল্লেখ করার প্রয়োজন মনে করছি না।


B. যে কোন নীতিমালা লঙ্ঘণ হলে প্রাথমিক ভাবে আপনাকে লিডার বা অফিস থেকে মেনশন করে সচেতন করবেন ও ভুল শুধরে নেবার সুযোগ পাবেন। বার বার একটি ভুল হলে সেটা ইচ্ছাকৃত বলে বিবেচিত হবে। ছোট বিষয়ে সরাসরি অফিস থেকে ও গুরুতর বিষয়ে কমিটির মিটিং এর মাধ্যমে উদ্যোক্তার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্লাটফর্মের সিনিয়র ও জুনিয়র সকলের প্রতি স্নেহ ও শ্রদ্ধাশীল থাকতে হবে। নীতিমালা ভঙ্গের ফলে ভবিষ্যতে সৃষ্ট যে কোন পরিস্থিতি উদ্যোক্তার নিজের ইচ্ছাকৃত সৃষ্টি হিসাবে ধরা হবে ও পানিশমেন্ট এর জন্য নিজেই দায়ী থাকবেন।


C. পূর্বের উল্লেখিত সকল শর্তাবলী ১০০% আপনার উপযোগী বা একমত না হলে আপনি এখনই এ্যাপটি আপনার মোবাইল থেকে আন-ইনস্টল করুন। যদি উপযোগী মনে হয় তাহলেই কেবলমাত্র পরবর্তী ধাপে আপনার উদ্যোক্তা একাউন্ট নিবন্ধন করে প্লাটফর্মে যুক্ত হোন। ধন্যবাদ ও শুভকামনা।

বাতিল করুন নিবন্ধন করুন