সরকারি অনুদান প্রাপ্ত
যশোরের প্রথম ও সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম

Rule 03 :


A. আপনার অর্ডার, কাস্টমার, ডেলিভারি, পেমেন্ট, রিভিউ, রিটার্ন ও রিফান্ড পলিসি সহ সকল ব্যবসায়িক কার্যক্রম ও পদক্ষেপ প্লাটফর্মের সুনির্দিষ্ট নীতিমানা অনুযায়ী নির্বাচিত পরিচালনা পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। পরিচালনা পরিষদে আপনি নিজেও ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হবার অধিকার রাখেন।


B. প্লাটফর্ম, প্লাটফর্ম এর সক্রিয় উদ্যোক্তা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরচর্চাকারী, পরনিন্দাকারী, অপপ্রচারকারী, প্লাটফর্মের উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকাশ্য ও অপ্রকাশ্য ক্ষতি সাধনকারী সকল গ্রুপ, কাস্টমার বা উদ্যোক্তার সাথে সকল লেনদেন, কেনাকাটা, বিক্রয়, যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। যশোর বা দেশের অন্য কোন উদ্যোক্তা প্লাটফর্ম বা আগামীর উদ্যোক্তাকে নিজেদের প্রতিযোগী বা ব্যবসায়িক প্রতিপক্ষ বলে মনে করে, উন্মুক্ত স্থানে বিভিন্ন উপলক্ষে মেলা/সমাবেশ আয়োজন করে, এমন কোন অনলাইন বা অফলাইন গ্রুপ/উদ্যোক্তা সংগঠন/উদ্যোক্তা প্লাটফর্মের সাথে যুক্ত থাকা যাবে না।


C. আপনার ব্যবসায়িক উন্নয়নে প্রয়োজনীয় সকল প্রকার প্রশিক্ষণ আপনি এ্যাপ থেকে অনলাইনেই করতে পারবেন বিনামূল্যে। এছাড়া বাইরের কোন সংগঠন বা প্রতিষ্ঠান বা ব্যাক্তির থেকে গৃহীত প্রশিক্ষণ অনুসরণ করতে গিয়ে আমাদের প্লাটফর্মের নীতিমালা, র্কমপদ্ধতি বা প্রশিক্ষণের বিষয় অবহেলা করার কোন সুযোগ নেই। আগামীর উদ্যোক্তা ব্যাতীত যশোরের যে কোন কমিশন ভিত্তিক বা ফ্রি বিজনেস এ্যাপ বা কোম্পানীর সাথে একই সাথে উভয় দিকে যুক্ত থাকা যাবে না।

Rule 02 একমত